পর্বঃ৬ষ্ঠ Auto CAD 2D Class - 06

 


""আসসালামু আলাইকুম""


পর্বঃ৬ষ্ঠ Auto CAD 2D Class - 06

কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন। আর নয় কোন ট্রেনিং সেন্টার এবার থেকে আপনি আমাদের কাছে থেকে ফ্রি-তে Auto CAD 2D শিখতে পারবেন বা অনলাইন ট্রেনিং নিতে পারবেন। আজকে আপনাদের সামনে Auto CAD 2D আরেকটি নতুন কমান্ডের ক্লাস নিয়ে হাজির হলাম। অনেকেই আছেন যাদের মধ্যে ভয় কাজ করে।




 আমি কি? Auto CAD 2D শিখতে পারবো বা  আমি কি? ভাবে Auto CAD 2D শিখবো। আমরা তাদের কথা ভেবে Auto CAD 2D এই ক্লাসগুলো এমনভাবে সাজিয়েছি। Auto CAD 2D একবারে বেসিক থেকে শুরু করে step-by-step এডভান্স লেভেল বা প্রফেশনাল মানের ড্রয়িং শিখতে পারবেন। আমাদের কাছে থেকে সম্পূর্ণ ফ্রি-তে। 

তাই এখন থেকে আর নয় ভয়। আমাদের কাছে থেকে Auto CAD 2D এই কোর্সটি করে Auto CAD 2D তে গড়ে তুলুন আপনার নিজের ক্যারিয়ার।

 Auto CAD 2D এই কোর্সটি আপনাকে গড়ে তুলবে একজন প্রফেশনাল মানের ডিজাইনার হিসেবে। তাই আমরা আপনাদের কথা ভেবে Auto CAD 2D এই কোর্সটি এমনভাবে তৈরি করেছি। 

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়নরত শিক্ষার্থী এবং যারা জব করেন।

 তারা সকলেই আমাদের এই Auto CAD 2D এর কোর্সটি সম্পূর্ণ ফ্রি তে করতে পারবেন। ( সিভিল, আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল) সকলে আমাদের এই Auto CAD 2D কমান্ডের ক্লাসগুলো করতে পারবে। এই ক্লাসগুলো আপনাদের জন্য খুবই উপযোগী এবং Auto CAD 2D শেখার জন্য আপনাকে সাহায্য করবে।

আজকের ক্লাশের আলোচনা বা বিষয়সমূহঃ 
আজকের ক্লাসে আমার যেসকল বিষয় বা যেসকল কমান্ড নিয়ে আমরা আলোচনা করবো। 

তা হলোঃ

 1. Rectang command . 
 2. Polygon command . 
 3.Move command .

আজকের ক্লাসটি করার জন্য উপরে দেওয়া ছবি


অথবা (Click here) বাটনে ক্লিক করুন।


তাহলে ক্লাসটি পেয়ে যাবেন। যদি ক্লাসটি করার পর আপনি উপকৃত হন বা ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে ক্লাস টি শেয়ার করতে ভুলবেন না। 




নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন।



0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

Recent post

Recent post