পর্বঃ১ম মোবাইল দিয়ে শিখুন অটোক্যাড || AutoCAD mobile class - 01


 ""আসসালামু আলাইকুম""

কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন।

পর্বঃ১ম মোবাইল দিয়ে শিখুন অটোক্যাড

আপনার কাছে কি? ল্যাপটপ অথবা কম্পিউটার নেই এবার থেকে আপনি আপনার Android phone অথবা Android ডিভাইসের সাহায্যে Auto CAD সফটওয়্যার টি সম্পূর্ণ ফ্রি-তে শিখতে পারবেন।




আপনি কি? একজন ইঞ্জিনিয়ার বা আপনি কি? ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেন। আপনি কি? নিজেকে ডিজাইনার হিসেবে গড়ে তুলতে চান বা নিজেকে ডিজাইনার হিসেবে দেখতে চান। বা বুঝতে পারতেছেন না। কি? ভাবে বা কোথা থেকে ডিজাই শুরু করবেন। 

আপনার কি? ল্যাপটপ অথবা কম্পিউটার নেই।

আপনি চাইলে আপনার Android phone  অথবা Android ডিভাইসের সাহায্যে Auto CAD  সফটওয়্যার টি খুব সহজেই শিখতে পারবেন। তাই আমরা আপনাদের কথা ভেবে Android phone অথবা Android ডিভাইসের সাহায্যে Aotu CAD সফটওয়্যার টি শেখানোর ব্যবস্থা করেছি।

 আপনি চাইলে Aotu CAD mobile ভার্সন এর একবারে বেশি থেকে শুরু করে step-by-step এডভান্স লেভেল প্রফেশনাল মানের ড্রয়িং শিখতে পারবেন। এবং নিজেকে ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারবেন। 

আজকের ক্লাশের আলোচনা বা বিষয়সমূহঃ 
আজকের ক্লাসে আমার যেসকল বিষয় বা যেসকল কমান্ড নিয়ে আমরা আলোচনা করবো। তা হলো AutoCAD mobile ভার্সন  সফটওয়্যার টি ইন্টারফেস এ কি? কি? আছে । 
বা Auto CAD সফটওয়্যার টি সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো। AutoCAD mobile ভার্সন সফটওয়্যার টি কি? ভাবে আপনি আপনার Android phone  

অথবা Android ডিভাইসে ফ্রি-তে ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। এবং সফটওয়্যারটি কি? ভাবে আপনি ফ্রি-তে ব্যবহার করতে পারবেন আজকের পর্বে আমরা সেটি দেখব।

আজকের ক্লাসটি করার জন্য উপরে দেওয়া ছবি


অথবা (Click here) বাটনে ক্লিক করুন।

 তাহলে ক্লাসটি পেয়ে যাবেন। যদি ক্লাসটি করার পর আপনি উপকৃত হন বা ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে ক্লাস টি শেয়ার করতে ভুলবেন না। 




নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন।




0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

Recent post

Recent post